মত প্রকাশ

২৩৪ বিলিয়ন ডলার : আওয়ামী মাফিয়ারা যদি পাচার না করতো তাহলে সেই টাকায় কি হতে পারতো?

রাসেল আহমেদ : গত ১৫-১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার।
এই টাকা যদি থেকে যেত?
.
ধরেন, ১০০ বিলিয়ন ডলার রেখে দিতাম রিজার্ভে — ডলার সংকট, ঋণের চাপ, আমদানি বিপর্যয় কিছুই থাকত না। দেশের টাকা দেশেই থাকত।
আর বাকি ১৩৪ বিলিয়ন ডলার দিয়ে?
.
চলেন দেখি কী কী করা যেতো—
১। আকাশে ভয় জাগানো আধুনিক বিমান বাহিনী (২০ বিলিয়ন)
৫০টা রাফায়েল যুদ্ধবিমান – ১০ বিলিয়ন
২০টা F-35 স্টেলথ জেট – ৩ বিলিয়ন
৪০টা Su-35 ও AEW&C Surveillance Aircraft – ৭ বিলিয়ন
.
২। আকাশ প্রতিরক্ষা – শত্রুর ক্ষেপণাস্ত্র ঢুকতেই পারবে না (৮ বিলিয়ন)
৪ ইউনিট S-400 Air Defence System – ২ বিলিয়ন
৫ ইউনিট Iron Dome System (ইসরায়েল) – ১.৫ বিলিয়ন
Ballistic Missile ও Tactical Missile সিস্টেম – ৪.৫ বিলিয়ন
.
৩। আধুনিক নৌবাহিনী (১০ বিলিয়ন)
৬টি Attack Submarine (Type 214/Scorpène) – ৪ বিলিয়ন?
৮টি Missile Frigates ও Surveillance Ships – ৪ বিলিয়ন
Naval Drone System – ২ বিলিয়ন
.
৪। আধুনিক সেনাবাহিনী – যুদ্ধের ময়দানে চরম দাপট (৭ বিলিয়ন)
৫০০টা T-90 বা K2 ট্যাংক – ৩ বিলিয়ন
HIMARS/MLRS রকেট সিস্টেম ও Anti-Tank Missile – ৪ বিলিয়ন
৫। নিজস্ব অস্ত্র গবেষণা ও সামরিক প্রযুক্তি (৯ বিলিয়ন)
.
Military R&D Center ও Defence University – ৩ বিলিয়ন
Rocket, Drone, AI & Cyber Defence Lab – ৩ বিলিয়ন
Joint Manufacturing Hub (যুদ্ধবিমান, সাবমেরিন) – ৩ বিলিয়ন
.
৬। সাইবার, স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি (৫ বিলিয়ন)
Spy Satellite + Surveillance Satellite Launch – ২ বিলিয়ন
Cyber Warfare ও Electronic Defence Systems – ৩ বিলিয়ন
৭। প্রশিক্ষণ, বেস গঠন ও আন্তর্জাতিক মানের সৈন্য গড়ার খরচ (৫ বিলিয়ন)
.
Elite Force Training Base (Navy SEAL standard)
Modern Logistics, Tactical Simulation Facilities
মোট ব্যয়: ~৬৪ বিলিয়ন ডলার
বাকি ৭০ বিলিয়ন ডলার: স্টক অস্ত্র, গোলাবারুদ, অপারেশন খরচ, জরুরি ফান্ড ও বিদেশি ক্রয়ের পেছনে।
.
এই হতো এক আধুনিক, ভয়ংকর, টেকসই বাংলাদেশ সেনাবাহিনী যেখানে ভারতের সাথেও চোখে চোখ রেখে বলা যেতো—“পা বাড়ায়া দেখ খালি, একদম নলি ভাইঙ্গা হাতে ধরায়া দিমু!”
এমন বাংলাদেশ হলে মিয়ানমার কখনো রোহিঙ্গা পাঠাতে সাহস করত না, বঙ্গোপসাগরের দিকে কেও চাইলেও নজর দিতে পারত না।
.
কিন্তু আমরা হারিয়েছি সেই সুযোগ।
হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশকে দুর্বল করে রাখা হয়েছে।
এখনও যদি চুপ থাকি, এর দায় আমাদেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button