নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার করলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন

ঢাকা–১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে স্বেচ্ছায় তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।

দলীয় সূত্র জানায়, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোটগত স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত গ্রহণ করে। জোটের প্রার্থী হিসেবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আরিফুল ইসলামকে সমর্থন জানানো হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই মুফতি নেয়ামতুল্লাহ আমিন তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন,
“ব্যক্তি নয়, সংগঠনই মুখ্য—এই নীতিতে আমরা বিশ্বাস করি। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও ঐক্য রক্ষাই আমাদের রাজনীতির মূল শিক্ষা। ইনশাআল্লাহ, দল ও জোটের স্বার্থে আমি সবসময় কাজ করে যাব।”

তিনি আরও বলেন, ঢাকা–১৮ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচনের মাঠে সরাসরি না থাকলেও তিনি জনগণের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত জোটগত রাজনীতিতে শৃঙ্খলা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এর ফলে ঢাকা–১৮ আসনে জোটের প্রার্থীকে ঘিরে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন।

উল্লেখ্য, মনোনয়ন পাওয়ার পর থেকেই মুফতি নেয়ামতুল্লাহ আমিন ঢাকা–১৮ আসনে ব্যাপক গণসংযোগ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সকলকে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button