‘ঢাকা–১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে আছি’—আরিফুল ইসলাম আদিব


মুক্তমন রিপোর্ট :বৃহত্তর উত্তরায় রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ঢাকা–১৮ আসনে জামায়াত–এনসিপি মনোনীত ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদিব।
শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে উত্তরা ১২ নম্বর সেক্টরে আয়োজিত এক পথসভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন, ঢাকা–১৮ আসনের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা আদায় করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে ব্যবসায়ী ভাইদের পাশে ঐক্যবদ্ধ বাংলাদেশ সবসময় প্রস্তুত। আমরা সব ধরনের জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফভিত্তিক ঢাকা–১৮ গড়ে তুলব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জনগণের প্রতিটি ভোট হিসাব করে সংরক্ষণ করা হবে। নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের রায় প্রদান করবে। কেউ যদি জনগণের শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগে বাধা দেয়, তাহলে জনগণের ভোট রক্ষায় আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
বৃহত্তর উত্তরার নাগরিক সমস্যার কথা তুলে ধরে জামায়াত–এনসিপি জোটপ্রার্থী বলেন, দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হয়নি। বিশেষ করে তীব্র যানজট উত্তরাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের আওতায় আসার প্রায় এক দশক পেরিয়ে গেলেও উত্তরার অনেক এলাকা এখনো মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত। এসব অব্যবস্থাপনা দূর করে পুরো ঢাকা–১৮ আসনকে উন্নত ও সুশাসনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উত্তরার একাধিক এলাকায় গণসংযোগ চালান। দুপুরে জুমার নামাজের পর আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রার্থী আরিফুল ইসলাম আদিব শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেন।


