ঢাকা-১৮ আসনে নাগরিক সুবিধার সুষম বণ্টনের দাবি: বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম।


মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ সংসদীয় আসনে নাগরিক সুবিধার সুষম বণ্টনের দাবি জানিয়েছেন ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম। তিনি বলেন, নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে উত্তরা, তুরাগ ও দক্ষিণখানের বাসিন্দাদের অধিকার সমান হওয়া উচিত।
নির্বাচনী প্রচারণা চলাকালে দেওয়া এক বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, সড়কের এক পাশে আধুনিক নগর সুবিধা থাকলেও অন্য পাশে ন্যূনতম নাগরিক সেবার অভাব দেখা যায়। এই বৈষম্য দূর করতে সুষম বণ্টন জরুরি, যা ন্যায়বিচারের একটি মৌলিক ভিত্তি।
তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নাগরিক সেবা প্রাপ্তিতে অসমতা বিদ্যমান। পরিকল্পিতভাবে সেবা বণ্টন করা হলে এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।
উল্লেখ্য, আরিফুল ইসলাম ঢাকা মহানগর উত্তর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। বর্তমানে আসনটিতে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলমান রয়েছে।


