ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি ঘোষণা


ঢাকা-১৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল ২৫ জানুয়ারি ২০২৬ (রোববার) দিনব্যাপী এলাকায় প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচির প্রথম অংশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণখান থানার ৪৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমটি গাওয়াইর বাজার এলাকা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এছাড়া, একই দিন বিকেল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত খিলক্ষেত থানার ১৭ নম্বর ওয়ার্ডে আরেকটি প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হবে। ওই অংশের প্রচারণা লোকসিটি কনকর্ড এলাকা থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৮ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পৃথকভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


