

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন। দীর্ঘদিন ধরে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তারা এ কর্মসূচি গ্রহণ করেন বলে জানান আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছয় দফা দাবির সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব অধিদপ্তরের ওপর থাকলেও গত দেড় বছরে একটি দাবিও বাস্তবায়ন করা হয়নি, যা তারা অধিদপ্তরের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
তাদের বক্তব্য অনুযায়ী, ডিপ্লোমা প্রকৌশলী পদ অধিদপ্তরের সৃষ্টি হলেও উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে চলমান জটিলতা ও অভিযোগের বিষয়ে অধিদপ্তরের নীরব ভূমিকা শিক্ষার্থীদের হতাশ করেছে। এ বিষয়ে দ্রুত ও স্পষ্ট অবস্থান দাবি করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, ২০২১ সালের একটি বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে বর্তমান সংকটের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করেন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।
এছাড়া, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা স্বল্প সময়ে বিভিন্ন বিষয়ে সমাধান পেলেও পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলন করেও বঞ্চিত—এমন অভিযোগ তুলে নীতিগত বৈষম্যের ব্যাখ্যা চান তারা।
ঘেরাও কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



