আইন-অপরাধবৃহত্তর উত্তরারাজনীতি
তুরাগে মাস্ক পড়ে আ.লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর তুরাগের মুখে মাস্ক পড়ে রাতের আধারে মশাল মিছিল করেছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করা হয়। যার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মশাল মিছিলকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা শ্লোগান দেন।
জানা গেছে, ঢাকা-১৮ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি করা হয়েছে।
বিক্ষোভ মিছিল প্রসঙ্গে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এমন কোন মিছিল পাইনি। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় অবস্থান করছি। মনে হচ্ছে বিক্ষোভ মিছিলটি আগের।’



