সাত দফা দাবি দিয়ে উত্তরার সড়ক ছাড়লো আন্দোলনকারীরা

মুক্তমন রিপোর্ট : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের সোয়া ঘণ্টা পর ৭ দফা দাবি জানিয়ে রাজধানীর উত্তরার সড়ক থেকে সরে গেছে আন্দোলনকারীরা।
আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয় তারা।
পরে তারা মহাসড়ক ছেড়ে দিয়ে উত্তরার মুগ্ধ মঞ্চের দিকে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা চলে যায়। এ সময় তারা ৭ দফা দাবি জানান।
দাবিতে উল্লেখ করা হয় যে,
১। আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গী সংগঠণ হিসেবে ঘোষণা করতে হবে।
২। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর বিচারের আওতায় এনে সাংবিধানিকভাবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে।
৩। আওয়ামী লীগ নেতাদের সেইফ এক্সিট কারা দিয়েছে তাদের তালিকা করে প্রকাশ করতে হবে।
৪। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের বিভিন্ন প্রাণহানীমূলক রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকান্ডে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।
৫। অবিলম্বে ১৩২ ধারা বাতিল করতে হবে।
৬। জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে করে রায় কার্যকর করতে হবে। এবং
৭। আওয়ামী লীগ পূনর্বাসনের অভিযোগে যেসব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে এবং যারা নিয়মিত অফিস করেন না তাদের বিরুদ্ধে অতি দ্রুত তদন্ত শুরু করতে হবে এবং সকল সুশীল উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তারা সড়ক থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
অবরোধ প্রসঙ্গে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’