দাগনভূঞা থেকে শুরু : সোয়া চার লাখ শিশুকে টাইফয়েড টিকা

ফেনী প্রতিনিধি : টিকা গ্রহণের অধিকার দাগনভূঞার প্রতিটি শিশুর — এ স্লোগানকে সামনে রেখে ফেনী জেলার দাগনভূঞায় আজ রবিবার শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। জেলার ৪,২৫,৪৩৭ শিশুকে এই টিকা দেওয়া হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য নিশ্চিত করেছে।
প্রোগ্রামের উদ্বোধন হয় দাগনভূঞা আতাতুর্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরাব আল হোসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও স্থানীয় মানবসম্পদ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ, যাতে প্রতিটি শিশু রোগমুক্ত থাকবে। সবাইকে টিকা কার্যক্রম সফল করতে এগিয়ে আসতে হবে।
উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল ক্যাম্পাস, স্বাস্থ্যকেন্দ্র ও বাড়ি বাড়ি পৌঁছিয়ে টিকাদান করণের। পুরো কর্মসূচি ১৩ নভেম্বর পর্যন্ত চালানো হবে।