সারাদেশ
ফেনীতে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও সচেতনতা কর্মসূচি

ফেনী প্রতিনিধি : “সচেতন মানুষই দুর্যোগে বাঁচতে পারে”— এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো না গেলেও প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদর্শন করেন। কর্মসূচিতে জেলা প্রশাসন, ফেনী পৌরসভা, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।