ক্যাম্পাস

‘ট্রু গেজেট’ এবং ‘বিডি ডাইজেস্ট’ এর মিথ্যাচারের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের প্রক্টর বরাবর স্মারকলিপি এবং মামলা দায়ের

মুক্তমন রিপোর্ট : ‘ট্রু গেজেট’ এবং ‘বিডি ডাইজেস্ট’ এর মিথ্যাচারের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীরা প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল বুধবার বিকেলে তারা লিখিত অভিযোগ জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের নাফিসা ইসলাম সাকাফি জানান, আমরা ‘ট্রু গেজেট নিউজ’ এবং ‘বিডি ডাইজেস্ট’ এ যাদের নামে মিথ্যাচার করেছে তারা প্রক্টর স্যারের নিকট লিখিত অভিযোগ জানাতে ও পরামর্শ নিতে যাই। স্যার আমাদের লিখিত অভিযোগ নেন এবং শাহবাগ থানায় আমাদের মামলা করার পরামর্শ দেন। স্যার শাহবাগ থানায় জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন বলেছেন।

লীগ এখনও তৎপর, লীগ আমাদের সকলকে বিভাজিত করতে চাচ্ছে। সুষ্ঠু এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা অভিযুক্ত ‘ট্রু গেজেট’, ‘বিডি ডাইজেস্ট’ পেইজ এবং অভিযুক্ত ব্যক্তি রেদোয়ান ইবনে সাইফুল এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।

পেজের একমাত্র এডমিন রেদোয়ান ইবনে সাইফুল। সে একাই কন্ট্রোল করে পেইজ। রেদোয়ান ইবনে সাইফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাএলীগের সাবেক নেতা, ১৬-১৭ সেশন, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ। সে এখন যুক্তরাজ্যে থাকে, একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার বাড়ি ফেনী।

আমরা আগামীকাল (আজ) বৃহস্পতিবার (৮/৫/২০২৫) সন্ধ্যার পর শাহবাগ থানায় মামলা করব এবং এর পরদিন শুক্রবার প্রেস ব্রিফিং করে ডকুমেন্টেশন রাখব।

আজকে রাত থেকে কাল পর্যন্ত আমাদের পার্সোনাল প্রোফাইল এবং গ্রুপগুলোতে সবাইকে জানাবো। কোন ভিক্টিম যেন মামলা করা থেকে বাদ না পড়ে।

ব্যাপারটা হাস্যকর কিছু না, এটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। তাই ব্যাপারটাকে স্ট্রংলি ডিল করতে হবে আমাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button