খিলক্ষেতে দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

মুক্তমন ডেস্ক : রাজধানীর খিলক্ষেত বাজার এলাকায় ফুটপাতের দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (১০ মে) গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।
আজ রোববার (১১ মে) উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম খোকন, হেলাল উদ্দিন ও আব্দুর রহিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলক্ষেত এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক কারবারি, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও ছিনতাইকারী শহিদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত দৈনিক হারে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর শহিদুল ইসলাম খোকন এবং ২২ এপ্রিল আব্দুর রহিমকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পেয়ে তাঁরা আবার একই অপরাধে জড়িয়ে পড়েন।
উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খিলক্ষেত থানা-পুলিশে হস্তান্তর করা হয়।