ক্যাম্পাস

ডাকসু নির্বাচনের কমিশন গঠন ও তফসিল ঘোষণার সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

মুক্তমন রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের তফসিল ঘোষণার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন কথা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের সহ্য অন্যান্যরা।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা প্রশাসনকে সময় বেধে দিয়েছি। আগামী দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং ঈদের আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের দিকে যাব।

তিনি আরও জানান, সাম্য ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আর ডাকসু নির্বাচনকে একটি পক্ষ মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। ডাকসু নির্বাচন সাম্য ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের বিরোধী না। সুতরাং ডাকসু নির্বাচন ও সাম্য হত্যাকাণ্ডকে মুখোমুখি দাঁড়ে করাবেন না।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমাদের দাবি ছিল ছাত্র সংগঠন নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে বারবার বলে আসছিলাম। আমরা ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছি। প্রশাসন থেকে ১৫ মে এর মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার টাইমলাইন দেওয়া হয়েছিল। কিন্তু ১৫ তারিখের পরেও এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু এখনো কোন অগ্ৰগতি দেখছি না।

এর মধ্যেই প্রশাসন ডাকসু নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছিল । ৯৬ % শিক্ষার্থী মতামত দিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে গড়িমসি করতে করতে এখানে এসে পৌঁছেছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু রক্তের ওপর দাঁড়িয়ে থাকা প্রশাসন এখনো নির্বাচন আয়োজনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। প্রতিটি ক্যাম্পাসে নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে।

তিনি জানান, প্রশাসনের কাছে নির্বাচন কমিশন গঠন ও কোনো চাপ আছে বলে আমাদের মনে হয়নি। সুতরাং বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button