জাতীয়

বেনাপোলে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী আটক।

মসিয়ার রহমান কাজল,বেনাপোলঃ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী আটক হয়েছে।

বৃহস্পতিবার(২২ মে২০২৫)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, শাহজাদপুর, ঘিবা, ধান্যখোলা, পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসবপন্য আটক করে।
বিজিবি জানিয়েছেন আটক কৃত মালের মধ্যে ছিল বিদেশী মদ,ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রি-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, মোটরসাইকেলের পার্টস,বিভিন্ন প্রকার ঔষধ এবংকসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৩,১০,৬৫০/-(তেরো লক্ষ দশ হাজার পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button