মত প্রকাশ

সমাধানে অংশীদারি সহযোগী হোন, সমস্যার নয়

আসিফ বিন আলী:
দ্বন্দ্বের সূত্রপাত বেশ কয়েক দিন আগেই। এখন আমরা এর সর্বোচ্চ অস্থির প্রকাশ দেখছি। শুরু থেকেই একটি গ্রুপ জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করে আসছে। আপনারা জানেন কারা এই পক্ষ। তাদের লক্ষ্য হলো নির্বাচন পিছিয়ে দেওয়া এবং এই সরকারকে অন্তত আরও তিন বছর ক্ষমতায় রাখা। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সবশেষে, সরকার ও সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়েছে মূলত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের কারণে। জেনারেল কামরুলকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও জেনারেল ওয়াকারের মধ্যে যে দ্বন্দ্ব, তা বাংলাদেশের রাষ্ট্রকে এক নতুন বিপর্যয়ের মুখে ফেলেছে।

আশার কথা হলো, বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। অন্যদিকে, বিএনপির ভেতরে যারা শক্তি প্রয়োগে আগ্রহী ছিলেন, আশা করি তারা এখন নিবৃত হবেন। আপাতত মনে হচ্ছে, এই সংকট কেটে যাবে। আমাদের এই অস্থির রাজনীতিতে মির্জা ফখরুলের মতো বাস্তববাদী ও গণতন্ত্রকামী নেতার প্রয়োজন অনেক বেশি। সব সময় যে বলপ্রয়োগ সমাধান নয়, তা বুঝতে পারা একজন রাজনীতিকের বড় গুণ। তাই এই সংকটের একটি স্থায়ী সমাধানের পথে এগিয়ে যাওয়া উচিত। প্রথমত, নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা উচিত—even যদি তা হয় ২৮ জুলাই ২০২৭, তবুও তারিখটি আগে থেকেই জানিয়ে দেওয়া জরুরি।

অন্যদিকে, আমার মনে হয় খলিল সাহেবের বিদায় নেওয়া উচিত। তার যোগ্য বিকল্পের অভাব নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে করে এখন তিনি সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন।আরেকদিকে, মন্ত্রী হিসেবে আসিফ মাহমুদের অবস্থান অত্যন্ত অবিবেচক—তা বলার অপেক্ষা রাখে না। তিনি ইতোমধ্যেই সেনাবাহিনীকে “দিল্লির দালাল” বলে অভিযুক্ত করেছেন (“বিএল, নর্থ ও দিল্লি জোটবদ্ধ হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে” আসিফ মাহমুদ)। রাষ্ট্রের এমন এক সংকটময় সময়ে একজন মন্ত্রীর পক্ষে সেনাবাহিনীকে এভাবে ফ্রেম করা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন।

শুধু এইটুকু বলব: Be part of the solution, don’t be part of the problem. বাস্তবতা হলো—অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের বর্তমান সমস্যার সমাধানে পৌঁছাতে হবে। এটা দেশের সামগ্রিক গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button