নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের পরিবারের পাশে আছে বিএনপি: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জুলাই আন্দোলনের সক্রিয়কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা কে এম মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
তুরাগের হানিফ আলী মোড় সংলগ্ন নিখোঁজ মামুনের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার (২৫ সসেপ্টেম্বর) স্বাক্ষাৎ করেন বিএনপির এই নেতা। এসময় মামুনের পরিবারকে তিনি এ আশ্বস্ত করেন।
এসময় ডিবির প্রধানকে ফোন দিয়ে কথা বলেন মোস্তফা জামান। ঘটনার সত্যতা ও দ্রুত সময় তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সহযোগিতা চান। একই সাথে মামুনুরের ছবি ও সেখানকার সিসিটিভি ফুটেজ দলীয় নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে দিয়ে খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।
এসময় বিএনপির নেতা মামুনের পরিবার বিএনপি নেতা মোস্তফা জামানকে জানান, মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। নিখোঁজ হওয়ার দুদিন আগ থেকে হোয়াটসঅ্যাপে নানা ধরনের হুমকি ঘুম করার বার্তা দিচ্ছিল কয়েকজন। তারপরই মামুনের নিখোঁজ হয়ে যায়। এছাড়া মামুনের পরিবারকে ফোন দিয়ে হুমকি দেয়ার চেষ্টা করছে বলে মাওলানা মামুনুর রশীদ এর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।
এসময় সব কিছু শুনে বিএনপির মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের সময় এমনটা হতো। কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা আমরা কেউ মেনে নেব না। দ্রুত সময় মাওলানা মামুনুর রশীদ ফিরে না আসলে আমরা এর শেষ দেখে নেব।
তিনি মানুনের পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কেউ চিন্তা করবেন না। বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকে এখানে এসেছি। আপনারা দেখেছেন আমি তুরাগ থানা ওসি ও ডিবির প্রধানের সাথে কথা বলেছি। তারা এই বিষয় কাজ করছে। এছাড়া আমি আমার দলের নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে তার ছবি এবং খোঁজখবর নেয়ার জন্য নির্দেশ দিয়েছি। অচিরেই আমরা তার খোঁজ পেয়ে যাব।’
এসময় মাওলানা মামুনুর রশিদের পরিবারের তার বৃদ্ধা বাবা, স্ত্রী ও তার সন্তানরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, উত্তরার কামাড়পাড়া এলাকা থেকে গত ২১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে নিখোঁজ হোন মামুন। এ ঘটনায় তার স্ত্রীর পরের দিন তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন।