ক্যাম্পাস

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে এফডিটি ডিপার্টমেন্টের ৪২-তম ব্যাচ সমাপনী গ্রাজুয়েশন শো

মুক্তমন রিপোর্ট : একজন চিত্র শিল্পী হিসেবে তোমাদের সাধনা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে কিছু হলেও আমি বুঝি, উপলব্ধি করতে পারি। সুন্দর কাজের প্রশংসা করতেই হয়, যা উপভোগ করলাম তাতে নির্দিধায় বলা যায় যে, যুগোপযোগি সিলেকশন, চমৎকার উপস্থাপনা ও সবকিছুর সুসমন্বয়ে দূর্দান্ত আয়োজন। আমার বিশ্বাস নিজেদের বিশ্বায়ন উপযোগী দক্ষ পেশাদার হিসেবে তৈরির জার্নিটায় তোমরা সফল হবে ইনশাআল্লাহ্। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের ৪২-তম ব্যাচ সমাপনী গ্রাজুয়েশন শো’র জমকালো অনুষ্ঠানে এসব কথা বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

জমকালো এই শোতে শিক্ষার্থীরা মৌসুম ও মডেলদের গড়ন ও বয়সানুপাতে সংগ্রহ করা ব্যতিক্রমি বস্ত্র পরিধান করে দূর্দান্ত ক্যাট ওয়াক উপস্থাপনায় ৪ বছরের শিক্ষাজীবনের ফাইনাল ডিজাইন কালেকশন, রিসার্চ ইত্যাদির মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পোর্টফোলিও প্রদর্শন করে।

গত ১১ অক্টোবর রাজধানীর উত্তরায় বিজিএমইএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ফ্যাকাল্টি অব ফাইন আর্টসের ডিন অধ্যাপক ড. প্রদীপ নন্দী, এফডিটি’র বিভাগীয় প্রধান মোঃ মতিউর রহমান ও রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন সেক্টরের বিশিষ্ট শিল্পপতি ও বরেণ্য ডিজাইনারগণসহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সৃজনশীল উপস্থাপনাসহ সার্বিক আয়োজনের ভূয়োশি প্রশংসা করে অনুপ্রেরণাদায়ক বিভিন্ন বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গর্বিত অ্যালুমনিগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উৎসাহ ও সহায়তা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button