আইন-অপরাধ

হযরত শাহজালাল বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক যাত্রী আটক

মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট VQ-922–এ কক্সবাজার থেকে ঢাকায় আসার পর বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকার সামনে পাকা সড়ক থেকে মো. নবী হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক হলে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি পায়ুপথে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়।

পরবর্তীতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএন জানায়, জিজ্ঞাসাবাদে মো. নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button