

বিএনপি রাজনৈতিক দল হিসেবে ‘খারাপ’ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন পাঁচ বছর জোটসঙ্গী হিসেবে ছিল—এ প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দল গত কয়েক দিন ধরে বিএনপির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিচ্ছে।
শুক্রবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “একটি দল আছে, যার বিএনপির বিরুদ্ধে গত কয়েক দিন ধরে মিথ্যা বলে যাচ্ছে; আজও বলেছে।”
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় ছিল—এ প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তাদের দুজন আমাদের সঙ্গে ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ভালো মানুষের সঙ্গেই তো ভালো মানুষ থাকে, নাকি? বিএনপি যদি খারাপ দলই হয়, তাহলে তারা পাঁচ বছর কেন সঙ্গে ছিল?”
তিনি আরও বলেন, “হয় দলটির মাথা খারাপ হয়ে গেছে, নয়ত নিজেদের নেতৃত্ব সম্পর্কে তারা ভুল কথা বলছে।”
- সমাবেশে যোগ দেওয়ার আগে সন্ধ্যায় পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখান থেকে কালেক্টরেট ঈদগাহ মাঠের উদ্দেশে রওনা দেন। পথে নেতাকর্মীদের ভিড়ের কারণে সমাবেশস্থলে পৌঁছাতে তার প্রায় পৌনে দুই ঘণ্টা সময় লাগে। তিনি রাত সাড়ে ৮টার দিকে মঞ্চে ওঠেন এবং পৌনে ৯টার দিকে বক্তব্য শুরু করেন।



