নির্বাচনমত প্রকাশরাজনীতিসারাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের, তিস্তা ব্যারেজ বাস্তবায়নের প্রতিশ্রুতি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী ১২ তারিখের ভোটে ধানের শীষে সিল দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’র পক্ষে রায় দিতে হবে, যাতে জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হয়।

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যারা অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগকে সম্মান জানাতে জুলাই সনদকে সমর্থন করা প্রয়োজন। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, “ধানের শীষে যেমন সিল দেবেন, একই সঙ্গে দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’র পক্ষে রায় দেবেন।”

বক্তব্যে তারেক রহমান রংপুর অঞ্চলকে সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব থাকলে এ অঞ্চলের উন্নয়ন সম্ভব। তিনি জানান, কৃষিপ্রধান এ অঞ্চলের পানি সমস্যার সমাধানে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে কাজ করা হবে। নির্বাচনের পর সরকার গঠন করতে পারলে দ্রুত তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার কাজ শুরু করার কথাও জানান তিনি।

এছাড়া কৃষি শিল্পে উদ্যোক্তাদের বিশেষ সহায়তা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ এবং ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধে সরকারি সহায়তার ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, “রংপুর আবু সাঈদের রক্তে ভেজা মাটি।” জুলাই আন্দোলনে নিহতদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন সম্ভব।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রংপুর বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য দেন। বিকাল সাড়ে ৪টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩ জন প্রার্থী তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশে অংশ নেন বলে আয়োজকরা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button