নির্বাচনমত প্রকাশরাজনীতি

ফেনীতে ১১ দলীয় জোটের বিশাল জনসভা : ‘দাঁড়িপাল্লা’ ও ‘ঈগল’ প্রতীকে ভোট চাইলেন ডা. শফিকুর রহমান

ফেনী | বিশেষ প্রতিনিধি
২০২৬ সালের জাতীয় নির্বাচনী প্রচারণায় ফেনীতে শক্তি প্রদর্শন করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে ডা. শফিকুর রহমান আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দাঁড়িপাল্লা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ১১ দলীয় জোটের ভেতরে কোনো মান-অভিমান রাখা চলবে না—ঐক্যই আমাদের শক্তি।”

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ফেনীসহ দেশের বাকি ৩১ জেলায় পর্যায়ক্রমে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে তিনি বংশানুক্রমিক রাজনীতির সমালোচনা করে বলেন, “রাজার ছেলে রাজা হবে—এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে।”

সভায় জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের জন্য ‘দাঁড়িপাল্লা’ ও ‘ঈগল’ প্রতীকে ভোট চান তিনি এবং জনগণকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন এবি পার্টির নেতা মজিবুর রহমান মঞ্জু, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

জনসভায় ফেনীর বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button