কাজী নজরুল ইসলাম এখনও খুব প্রাসঙ্গিক : রেজাউদ্দিন স্টালিন
কবিতা পরিষদের ৩১তম কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান

মুক্তমন ডেস্ক : জাতীয় কবিতা পরিষদের ৩১তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরেণ্য কবিরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ১১ই জৈষ্ঠ্য উপলক্ষে তার জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা করেন, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এখনও খুবই প্রাসঙ্গিক। সেই সময়ে নজরুলের যে সাহস ছিল সেই সাহস এখনকার কবিদের নেই বললেই চলে। নারীর পক্ষে বলার জন্য ধর্মান্ধরা তাকে কাফের আখ্যা দিয়েছিল। ধর্ম, রাজনীতিসহ সমকালীন সব বিষয়ে নজরুল লিখেছেন।
আজ মঙ্গলবার সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ আয়োজিত এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফরায়জী, কবি এবিএম সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি শাহীন রেজা, কবি ইউসুফ রেজা, কবি রফিক হাসান, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি আসাদ কাজল, কবি আবীর বাঙালি, কবি রোকন জহুর, কবি শিমুল পারভীন, কবি মিতা আলী, কবি রাসেল আহমেদ, কবি প্রভাবতী চক্রবর্তী, কবি কাব্য রাসেল, কবি আতিকুজ্জামান খান, কবি মো: মিলাদ উদ্দিন, কবি আসমা নার্গিস, কবি শেখ এ সাঈদ ফারসী, কবি আউয়াল খন্দকার, কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিন ও কবি নাহিদ হাসান। সঙ্গীত পরিবেশন করেন শহীদুল্লাহ ফরায়জী, গীতিকার জামিউর রহমান লেমন, আবীর বাঙালি, ও শিমুল পারভীন।
আগামী মঙ্গলবার সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে ৩২তম জাতীয় কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।