অন্যান্য

দাগনভূঞায় ইউএনও স. ম. আজহারুল ইসলামের বিদায়, দায়িত্ব নিলেন মোঃ সাইফুল ইসলাম

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম ও নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট ২০২৫) দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী ইউএনও স. ম. আজহারুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলামকে দাগনভূঞার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে একসাথে কাজ করার জন্য সকলের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

সংবর্ধনা শেষে বিদায়ী ইউএনও স. ম. আজহারুল ইসলাম ও নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button