অন্যান্যক্যাম্পাসবৃহত্তর উত্তরা

রাজউক উত্তরা মডেল কলেজে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার নতুন সিদ্ধান্ত

রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, বিজ্ঞান বিভাগে ভর্তির যোগ্যতা এবং এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের ১২৪তম (বিশেষ) সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৩ শতাংশ। যেসব শিক্ষার্থী ৩৩ শতাংশের কম নম্বর অর্জন করবে, তাদের পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পুনঃপরীক্ষায় ৩৩ শতাংশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে। তবে পুনঃপরীক্ষায় অকৃতকার্য হলে একই শ্রেণিতে পুনরায় ভর্তি হওয়ার সুযোগ থাকবে।

নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় গড় নম্বর কমপক্ষে ৫০ শতাংশ এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে আলাদাভাবে ৫৫ শতাংশ নম্বর অথবা গণিত ও বিজ্ঞান দুই বিষয়ে সম্মিলিতভাবে ন্যূনতম ১১০ নম্বর অর্জন করতে হবে।

এছাড়া ২০২৫ সালের এসএসসি এবং ২০২৬ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রেও পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৩ শতাংশ। এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী ফরম পূরণের জন্য নির্বাচিত হবে। তবে দুই বিষয়ে অকৃতকার্য হলে উভয় বিষয়ে ন্যূনতম ২০ শতাংশ নম্বর অর্জন করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহীত সিদ্ধান্তসমূহের আলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সিদ্ধান্ত শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে এবং পড়াশোনার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button