শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

মুক্তমন রিপোর্ট: এক প্রত্যন্ত গ্রাম থেকে শূন্য হাতে দুবাইয়ের পথে পা বাড়িয়েছিলেন শাকিব উদ্দিন। চোখে ছিল বড় স্বপ্ন, আর হৃদয়ে দৃঢ় সংকল্প। শুরুতে কিছুই ছিল না তার—ছিল শুধু নিজেকে বদলে দেওয়ার প্রবল ইচ্ছা। অগণিত বাধা আর কঠোর পরিশ্রম পেরিয়ে আজ তিনি একজন সফল মার্কেটিং উদ্যোক্তা, যিনি নিজ হাতে গড়ে তুলেছেন মিলিয়ন ডলারের একটি ব্যবসা সাম্রাজ্য।
দুবাইয়ে পৌঁছেও থেমে থাকেননি শাকিব উদ্দিন। নিজেকে গড়ার পেছনে দিয়েছেন বছর বছর সময়। অধ্যবসায়ের সঙ্গে শিখেছেন ডিজিটাল মার্কেটিং, ট্রেডিং এবং বিজনেস ব্র্যান্ডিংয়ের নানা দিক। ধাপে ধাপে অর্জন করেছেন বাস্তব অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার ভিত্তিতেই একসময় গড়ে তোলেন আন্তর্জাতিক মানের মার্কেটিং এজেন্সি ‘গ্লোবাল ট্রেড’, যা আজ বিশ্বজুড়ে পরিচিত একটি নাম।
আজ এই এজেন্সির মাধ্যমেই তিনি কাজ করছেন বিশ্বের জনপ্রিয় ক্রিপ্টো এবং ট্রেডিং কোম্পানির সঙ্গে। শুধু তাই নয়, দুবাইয়ের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সঙ্গে ফ্ল্যাট বিক্রির মার্কেটিং পার্টনার হিসেবেও রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।
শাকিব উদ্দিন বলেন, ‘শুরুর সময়টা ছিল দারুণ কঠিন। কোথা থেকে শুরু করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু ধৈর্য ধরেছি, শিখেছি, নিরলসভাবে কাজ করেছি। এখন, ১২ বছরের বেশি সময় পেরিয়ে গেছে—গর্ব করে বলতে পারি, আমি একজন সফল মার্কেটার।’
বর্তমানে দুবাইপ্রবাসী এই উদ্যোক্তা হয়ে উঠেছেন হাজারো প্রবাসীর জন্য এক অনুপ্রেরণার নাম। তার বিশ্বাস, গ্রামের ছেলে হলেই জীবন থেমে থাকে না—পরিশ্রম, দক্ষতা এবং সঠিক দিকনির্দেশনা থাকলে বিশ্বজয়ও সম্ভব।