ইসলামী আন্দোলনের ঢাকা-১৮ আসনে এমপি প্রার্থী আনোয়ার হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী ঘোষণা করেছে। হাতপাখা প্রতীকে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরা পশ্চিম থানার সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
রাজনৈতিক দায়িত্ব ছাড়াও তিনি উত্তরাস্থ বি এন এস সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি, গ্রীণ লাইফ প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুপরিচিত একজন ব্যবসায়ী নেতা। আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।
আলহাজ্ব আনোয়ার হোসেন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় একজন জনপ্রিয় ব্যবসায়ী নেতা। স্থানীয় ব্যবসায়ী সমাজে তার গ্রহণযোগ্যতা এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ করে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন আলহাজ্ব আনোয়ার হোসেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তাদের অঙ্গীকারের অন্যতম অংশ।