অর্থ-বাণিজ্য

হ্যাটট্রিক স্বীকৃতি অর্জন করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার

মুক্তমন ডেস্ক : দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস‑বাংলা এয়ারলাইন্স ২০২৪ সালের জন্য ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ পুরস্কার লাভ করেছে। দেশের জনপ্রিয় ট্রাভেল পাক্ষিক সংবাদপত্র দি বাংলাদেশ মনিটর সংস্থাটিকে এই স্বীকৃতি দিয়েছে। এবার নিয়ে হ্যাটট্রিক, অর্থাৎ তৃতীয়বারের মতো এই সম্মান অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলায়েন্স।

গত ৫ জুলাই রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের কাছ থেকে এ স্বীকৃতি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস-শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হকসহ অন্যান্য অতিথিরা।

এছাড়া বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট অন-টাইম পারফরমেন্স, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে সিলভার এবং মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অতিথিদের কাছ থেকে বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড পুরষ্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরষ্কারে ভূষিত হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button