কাস্টমস কর্মকর্তা মাসুদ করিমের কোটি কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা মাসুদ করিমের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুরের টঙ্গীতে রয়েছে জমি, একাধিক ফ্লাট ও বাড়ি। সরকারি চাকরি তারপর এ যেন আলাদিনের চেরাগ পেয়েছেন মাসুদ করিম। একসময় মধ্যবিত্ত জীবনযাপন করলেও এখন তার সাথে কথা বলাটা স্থানীয়দের যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মত। এছাড়াও তার চাকরি জীবনে রয়েছে একাধিক অনিয়ম ও দুর্নীতি।
স্থানীয়রা বলেন, গত কয়েক বছরে কয়েক কোটি টাকার সম্পত্তি ক্রয় করেছেন গাজীপুরের টঙ্গীতে। ধুমকেতু পাবলিক হাইস্কুল সংলগ্ন দুটি ফ্লাট, এছাড়াও টঙ্গীর পিলার গাঁথুনি এলাকায় রয়েছে জমি, নিজস্ব বাড়ি। চাকরি জীবনে তিনি ঢাকা বিমানবন্দরের পাশাপাশি কাস্টম বন বিভাগ ঢাকা, চিটাগাং কাস্টমস এ দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটা জায়গায় ছিল তার কোটি কোটি টাকা আত্মসাতের জায়গা। তারপরও কোন অদৃশ্য ছাড়ার কারণে তার বিরুদ্ধে কোন নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। আমরা এলাকাবাসীর তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। এরকম দুর্নীতিবাজ স্বেচ্ছাচারী, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযান প্রয়োজন।
বিমানবন্দরে তার সাথে কর্মরত কয়েকজন ব্যক্তি বলেন, প্রচন্ড স্বেচ্ছাচারী একজন অফিসার, উনি তার নিম্ন বর্ণিত কোন কর্মচারীর কথা শোনেন না। উনার কয়েকটি অনিয়মে বাধা প্রদান করলে উনি আমাদের উপর চড়াও হন। এক প্রকার তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার বিষয়ে ঊর্ধ্বতন অফিসারদের জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।
তবে কাস্টমসের সিনিয়র কর্মকর্তা (বিমানবন্দর ঢাকা) বলছেন, তথ্যবহুল সংবাদ প্রকাশ হলে এবং তদন্ত প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সংবাদ প্রকাশে সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আর স্বাস্থ্য করেন।
কাস্টমস অফিসার মাসুদ করিমের সাথে অভিযোগের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।