বিমানবন্দর থেকে নায়িকা নুসরাত ফারিয়া আটক

মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলাসহ আরও মামলা রয়েছে।
আজ রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে পুলিশ তাকে আটক করে। বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
মামলা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছিলেন জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ এনামুল হক। ভাটারা থানার এ মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকাকে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এ বিষয়ে বলেন, আটকের পরে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এটা পরবর্তীতে জানানো হবে। এর আগে গত ২৯ এপ্রিল নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।