জাতীয়

দন্ডপ্রাপ্ত মামলার আসামী দুর্ধর্ষ ছিনতাইকারি বিল্লাল সহযোগীসহ গ্রেফতার

ঢাকা রেলওয়ে পুলিশের ছিনতাই বিরোধী বিশেষ অভিযান

মুক্তমন রিপোর্ট : ঢাকা রেলওয়ে পুলিশের ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে দুর্ধর্ষ ছিনতাইকারি বিল্লাল। ৯টি মামলার আসামী ও ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই আসামী দীর্ঘদিন আড়ালে থেকে রেলওয়ে স্টেশন ও ট্রেনের ছাদে ছিনতাই কাজে নেতৃত্ব দিতো বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এ সময় তার অন্যতম সহযোগী চিহ্নিত ছিনতাইকারী সোহাগ (৩০) কেও গ্রেফতার করা হয়।

২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা রেলওয়ে পুলিশের একটি দল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেন (৩২) গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, ডিএমপির মতিঝিল থানার ২০১৪ সালের ছিনতাই মামলার ২-দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত (সাজা ওয়ারেন্ট ভুক্ত) দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল হোসেন।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী বিল্লাল ঘটনার পর থেকে সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর যাবত আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে শাজাহানপুর, মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত ০৯টি মামলা আছে। এছাড়াও গ্রেফতারকৃত অপর আসামি সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ০৫ টি মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button