জাতীয়

রেস্টুরেন্টের অনুমতি নিয়ে মদ বিক্রি, সোফার নীচ থেকে ম্যানেজার আটক

অনুমতি নেয়া রেস্টুরেন্টের। কিন্তু দেদারসে বিক্রি হচ্ছে মদ-বিয়ার। রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর এলাকায় ‘টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড’ নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই ব্যবসা চালিয়ে আসছিল টাইগার বার নামের প্রতিষ্ঠানটি। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ জব্দ করার পাশাপাশি চারজনকে আটক করেছে র‌্যাব।

রাজধানীর আব্দুল্লাহপুরে টাইগার বারের ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে থরে থরে সাজানো দেশি-বিদেশি মদ এবং বিয়ারের ক্যান। যার বেশির ভাগই বিদেশি, নামি-দামি কোম্পানির। দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রতিষ্ঠানটি বার পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব।

ছয়তলা ভবনের পাঁচ তলায় বারের কার্যক্রম চললেও তিন ও চার তলায় মেলে মদের গোডাউন। পরে বিপুল পরিমাণ মদ, বিয়ারের ক্যান জব্দ করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজারসহ চারজনকে আটক করা হয়।

র‌্যাব-১ উত্তরা জোনের সিপিসি-২ মেজর আহনাফ বলেন, মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তারা পালিয়ে গেছে। পরবর্তীতে ম্যানেজারকে সোফার নীচ থেকে পালিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

চার ঘণ্টার অভিযান শেষে র‌্যাব জানায়, লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

মেজর আহনাফ বলেন, ম্যানেজারের সহায়তায় পাওয়া ট্রেড লাইসেন্সে প্রতিষ্ঠানটির নাম রয়েছে টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড। ব্যবসায়ের ধরন লেখা রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্টটির গেটের নামফলকে লেখা রয়েছে টাইগার বার। এছাড়া বার লাইসেন্সের পুরোনো একটি কাগজ মিললেও সেটিতেও ব্যবসায়ের ধরন লেখা রয়েছে রেস্টুরেন্ট।

চার ঘণ্টার অভিযান শেষে র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিলো প্রতিষ্ঠানটি। এছাড়াও বিদেশি মদ আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কাগজ ছিলো না বলেও জানিয়েছে র‍্যাব।

অবৈধভাবে বার পরিচালনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button