জাতীয়

ফেনী জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ

ফেনী প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ সোমবার (৩০ জুন) ফেনী জেলা পুলিশের বিভিন্ন শাখা ও দপ্তর বার্ষিক পরিদর্শন করেন।

এসময় তিনি জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লথিং স্টোর, রেশন স্টোর, অস্ত্রাগার ও মোটরযান শাখাসহ অন্যান্য দপ্তরের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ফেনী জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

ডিআইজি মো. আহসান হাবীব জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button