মত প্রকাশ

বিএনপি’র শুভ বুদ্ধির উদয় হোক

সিরাজুল ইসলাম সুমন:
৫ই আগস্টের পর মিরসরাইসহ সারাদেশে বিএনপির কিছু নেতা-কর্মীদের কর্মকাণ্ডে একটি চরম বিশৃঙ্খল ও দায়িত্বহীন চিত্র প্রতিয়মান হয়েছে। সঠিক রাজনৈতিক কৌশল ও আদর্শ ছেড়ে দলটি এখন যেন অর্থ উপার্জনের প্রতিযোগিতায় নেমেছে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, এবং বিভাজনের ফলে বিএনপি একটি আত্মবিনাশী পথে হাঁটছে।

এই দুর্বলতা ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কিছু সুবিধাবাদী রাজনৈতিক শক্তি পেছন থেকে তালি দিচ্ছে আর উস্কে দিচ্ছে এবং বিএনপিকে বাদ দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে যে প্রবণতা তৈরি হয়েছে, তাতে আশঙ্কা জাগে—বিএনপি যদি এভাবে নিজেদের লোভ ও অবহেলার মধ্যে হারিয়ে যায়, তবে তারা শুধুমাত্র ক্ষমতা থেকেই নয়, সাধারণ জনগণের আস্থা থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল।দুঃখজনকভাবে, বিএনপির এই রাজনৈতিক অবক্ষয়ের ফলে দেশের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সুশাসনের স্বার্থে বিএনপির উচিত হবে আত্মসমালোচনা করে নিজেকে শুদ্ধ করা, আদর্শিক রাজনীতিতে ফিরে আসা এবং জনমানুষের পাশে দাঁড়ানো।

দেশ একটি সংকটময় সময়ে উপনীত হয়েছে। এ সময় দায়িত্বশীল রাজনীতির অভাব আমাদের জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলছে। আমরা চাই, বিএনপি শুভবুদ্ধির উদয় ঘটিয়ে নিজের ভুল থেকে শিক্ষা নেবে এবং একটি গঠনমূলক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
(একান্তই ব্যক্তিগত অনুভূতি)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button