জাতীয়

বেনাপোল স্থলবন্দর পরিদর্শণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব

জেলা প্রতিনিধি,বেনাপোলঃ বেনাপোল স্থলবন্দর পরিদর্শণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব ইউসুপ আলী। শনিবার (২৪ মে ) বেলা সাড়ে ১১ টার সময় তিনি বেনাপোল বন্দরের কার্গো টার্মিনালের সামনে পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা পরির্দশণসহ শ্রমিক ও বন্দরের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মত-বিনিময় করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক, উপ-সচিব (ট্রাফিক) শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, রাশেদুল সজীব, সহকারি পরিচালক রতন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ সভাপতি তবিবুর রহমানসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button