বৃহত্তর উত্তরা

উত্তরা দিয়াবাড়িতে ‘ঢাকা হাট’ স্থাপন করা হবে: ডিএনসিসি

মুক্তমন ডেস্ক : রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ঢাকা হাট’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার বিকালে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও যৌথ উদ্যোগে ঢাকার আগারগাঁওসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী হলিডে মার্কেট চালু, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালনার বিষয়েও একমত হয় দুই সংস্থা।

সভায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘রাস্তা, ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা করা যাবে না। বৈধ ব্যবসার জন্য আমরা ট্রেড লাইসেন্স দিব, সহযোগিতা দিব। আমরা ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য চেষ্টা করছি। উত্তরা দিয়াবাড়ি এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ঢাকা হাট’ স্থাপন করা হবে। ডিএনসিসি এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে এটি বাস্তবায়ন করবে। দ্রুত কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, ‘ঘরে বসেই এখন ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা যায়। আগে শোনা যেতো ট্রেড লাইসেন্সের জন্য ঘুষ লেনদেন হতো। পুরোপুরি অনলাইন হওয়ায় এখন দুর্নীতি বন্ধ হয়েছে। ঘরে বসেই সবাই ট্রেড লাইসেন্স করতে পারছে। প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করে অনলাইনেই ট্রেড লাইসেন্সের আবেদন করা যায় এবং ঘরে বসেই ডাউনলোড করে নিতে পারছে ট্রেড লাইসেন্স।’

সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার, ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button