বৃহত্তর উত্তরা

উত্তরা প্রেসক্লাবের সদস্য বদরুলকে ঘিরে পাল্টাপাল্টি মানববন্ধন ঘোষণা

মুক্তমন রিপোর্ট : উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদার কে একটি নিউজের পরিপ্রেক্ষিতে মারধর করার হুমকি ও সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে চরিত্র হননের প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আজ ১৩ মে মঙ্গলবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় উত্তরা প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে ক্লাবের সাংগঠনিক সম্পাদক যোবায়ের আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “দক্ষিণ খান থানার ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকার ও তার পালিত কিছু সন্ত্রাসী বাহিনী উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদার কে একটি নিউজের পরিপ্রেক্ষিতে মারধর করার হুমকি ও সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে চরিত্র হননের চেষ্টা করছে। তাই এমন পরিস্থিতিকে আমরা বস্তু নিষ্ট সাংবাদিকতার জন্য হুমকি মনে করি। তাই সংশ্লিষ্ট হুমকি দাতাদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী কাল রোজ মঙ্গলবার সুস্থ্যধারা এবং ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরী করতে আমাদের সকলের উচিত উক্ত মানববন্ধনে উপস্থিত থাকা। সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি।”

অপরদিকে সাংবাদিক হামিম নামে একজন উত্তরাভিত্তিক বিভিন্ন হোয়াটসঅ‌্যাপ গ্রুপে একটি পোস্টার পোষ্ট করেছে। পোস্টে উল্লেখ করেছে যে, “জুলাই অভু‌্যত্থানে ছাত্র হত‌্যার পক্ষে আওয়ামী বয়ান তৈরীকারী দালাল সাংবাদিক হাবিব হাসানের পিএস বদরুলের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

জানতে চাইলে, পোস্টের বিষয়ে হামিম হোয়াটসঅ‌্যাপে (+880 1962-326492) মুক্তমনকে বলেন, “আগামীকাল সকাল ১১টায় উত্তরা ডিসি অফিসের সামনে চলে আসেন। সেখানেই মানববন্ধনের আয়োজন হয়েছে।”

কিসের ভিত্তিতে মানববন্ধন এবং কারা আয়োজক এমন প্রশ্নের জবাবে হামিম কোন উত্তর না দিলেও সাবেক এমপি হাবিব হাসানের সঙ্গে উত্তরা প্রেসক্লাবের অনুষ্ঠানে তোলা বেশকিছু ছবি ও ভিডিও সরবরাহ করেন।

পাল্টাপাল্টি এমন আয়োজনের বিষয়ে জানতে চাইলে উত্তরা প্রেসক্লাবের দফতর সম্পাদক রেজাউর রহমান মুক্তমনকে বলেন, “আমাদের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করা হয়েছে। তাছাড়া শুনেছি আরেকটি মানববন্ধও আয়োজিত হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু আমি জানি না।”

তবে উত্তরাবাসী মনে করছে এমন একটি স্পর্শকাতর বিষয়ে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন সত‌্যি দ্বিধাগ্রস্থ করবে সাধারণ মানুষকে। একইসঙ্গে উত্তরায় বসবাসরত বেশ কয়েকজন সাংবাদিক বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় মিমাংসের আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button