খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই চাঁদাবাজ গ্রেপ্তার
দক্ষিণখান থানা পুলিশের দৃষ্টান্ত

অজিউল্লাহ খোকনঃ রাজধানীর দক্ষিণখানে চাঁদাবাজি সংক্রান্ত খবর প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চাঁদাবাজ জাকিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দক্ষিণখান থানা পুলিশ। এই দ্রুত ও সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে।
জানা যায়, এসি দক্ষিণখান জোন মোঃ নাসিম-এ-গুলশান এর নির্দেশে দক্ষিণখান থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসআই সুব্রত তার সঙ্গী ও ফোর্স নিয়ে নিখুঁত পরিকল্পনায় অপারেশন পরিচালনা করে স্বল্প সময়ের মধ্যেই চাঁদাবাজ জাকিরকে আটক করতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এই ধরনের দ্রুত তৎপরতা অপরাধ দমনে নতুন উদাহরণ স্থাপন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশ একইভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে।এলাকাবাসীর স্বস্তি ও পুলিশের প্রশংসা।