‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত নিকুঞ্জের জান ই আলম স্কুল: ক্লাস পার্টিতে উদ্দাম নৃত্য, প্রতিবাদের ঝড়!

মুক্তমন রিপোর্ট: রাজধানী ঢাকার নিকুঞ্জ এলাকার জান ই আলম সরকার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্লাস পার্টিকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। পার্শ্ববর্তী বাসিন্দাদের অভিযোগ, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে উচ্চস্বরে রাজনৈতিক স্লোগান এবং গান বাজিয়ে উদ্দাম নৃত্যের মাধ্যমে এই ক্লাস পার্টি উদযাপন করা হয়েছে, যা এলাকায় তীব্র ক্ষোভ ও অস্বস্তির জন্ম দিয়েছে। স্কুলটি এমপিওভুক্ত।
প্রত্যক্ষদর্শী এবং পার্শ্ববর্তী বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুলটির বার্ষিক ক্লাস পার্টি শুরু হয়। এতে সকল শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তবে অভিযোগের সূত্রপাত হয় দুপুর তিনটার দিকে, যখন অনুষ্ঠানের পরিবেশ সম্পূর্ণ পাল্টে যায়।
জানা যায়, শিক্ষকদের উপস্থিতিতেই হঠাৎ করে বিকট শব্দে বেজে ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে তৈরি হওয়া সেই কথিত গান ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, সেটিও আনুষ্ঠানিকভাবে বাজানো হয়। এবং গানের তালে তালে শিক্ষার্থীরা উদ্দাম নৃত্যে অংশ নেয়। গানের মাত্রাতিরিক্ত শব্দের কারণে স্কুলের পার্শ্ববর্তী ফ্ল্যাট এবং বাড়িগুলোর বাসিন্দারা চরম অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের স্লোগান ও গানের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে কীভাবে প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও গান বাজানো হলো, তা নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা বাঞ্ছনীয়।
এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন যে, এই ধরনের কার্যকলাপ স্কুল ক্যাম্পাসের সুস্থ ও শিক্ষামূলক পরিবেশকে বিঘ্নিত করে এবং কোমলমতি শিক্ষার্থীদের মনে রাজনৈতিক প্রভাব ফেলতে পারে।
যদিও ক্লাস পার্টিটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু স্থানীয়দের তীব্র ক্ষোভ ও অসন্তোষের মুখে স্কুল কর্তৃপক্ষ আকস্মিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়। নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ সাড়ে তিনটার দিকেই অনুষ্ঠান শেষ করে কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গণ ছেড়ে চলে যায় বলে অভিযোগ।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। আলোচিত ‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে উদ্দাম নৃত্যের ভিডিওটি বহু লোক শেয়ার করে স্কুল কর্তৃপক্ষের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন। পুরো এলাকায় এ ঘটনা এখন ‘টক অফ দ্য টাউন’ বা আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে।



