দক্ষিণখানে প্রভাবশালীদের ভাঙচুরে কফিল উদ্দিন মুন্সি উচ্চ বিদ্যালয় বন্ধ

মুক্তমন রিপোর্ট: রাজধানীর উত্তরার দক্ষিণখানের চালাবন এলাকায় কফিল উদ্দিন মুন্সি উচ্চ বিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। গত ৩১ আগস্ট রাতে ২০ থেকে ৩০ জনের একটি দল স্কুলের চাল, বেঞ্চ, ফ্যানসহ আনুষঙ্গিক জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। লুটপাট চলে পরের দিন পর্যন্ত। পরে গুড়িয়ে ফেলা হয় পুরো স্কুলের স্থাপনা।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ শাহীন, তাইজুদ্দিন, মো. সিরাজসহ ৭ থেকে ৮ জনকে বিবাদী করে দক্ষিণখান থানায় অভিযোগ দায়ের করেছে।
বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে স্কুল কর্তৃপক্ষ জানান, স্থানীয় শাহীন, তাইজুদ্দিনসহ কয়েকজনের নেতৃত্বে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
ভাঙচুরের কারণে স্কুলটিতে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।