বিভাগের শ্রেষ্ঠ থানা উত্তরা পশ্চিম, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

মুক্তমন রিপোর্ট : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর উত্তরা ক্রাইম বিভাগের এপ্রিল ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় দৃষ্টান্তমূলক অপরাধ দমন কার্যক্রম পরিচালনার জন্য উত্তরা পশ্চিম থানা ও এর অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম পেয়েছেন বিশেষ সম্মাননা ও স্বীকৃতি।
এই মাসিক মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, সর্বাধিক মাদক উদ্ধারকারী এবং ছিনতাইকারী গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয়।
সকল বিভাগের মধ্যে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য ওসি হাফিজুর রহমান নির্বাচিত হন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এবং তাঁর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা অর্জন করে শ্রেষ্ঠ থানার মর্যাদা।
উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহিদুল ইসলাম পিপিএম ওসি হাফিজুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ থানার সম্মাননা এবং অর্থ তুলে দেন।
দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে ওসি হাফিজুর রহমান পিপিএম একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা শুধু অপরাধ দমনে নয়, নাগরিকবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা রেখেছে।
তিনি মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী ও অপরাধ চক্র দমনসহ নাগরিক নিরাপত্তা রক্ষায় নিরলস পরিশ্রম করে চলেছেন। ওসি হাফিজুর রহমান বিশ্বাস করেন একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে।
এমন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ওসি হাফিজুর বলেন, এই স্বীকৃতি কেবল আমার একার নয়, পুরো উত্তরা পশ্চিম থানা পুলিশের কঠোর পরিশ্রমের ফল। আমরা প্রতিনিয়ত নাগরিকদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
উত্তরা পশ্চিম থানার এই অর্জন পুরো উত্তরা বিভাগের জন্যই এক অনন্য গৌরবের মুহূর্ত। এমন নেতৃত্ব ও পারফরম্যান্স আগামী দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য থানাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে যুক্ত করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে বৃহত্তর উত্তরা এলাকায় জুলাই বিপ্লবের সময় গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের দোসর নেতা-কমর্ীদের গ্রেফতারে বড় ভূমিকা পালন সকলের কাছে প্রশংসিত হয়েছেন।