মধ্যরাতে তুরাগে ২ ফ্যাক্টরিতে আগুন

মুক্তমন রিপোর্ট : তুরাগের নিশাত নগরের নলভোগে পাশাপাশি দুটি ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উত্তরা ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, জেনেটিক এক্সেসরিজ বিডি ও মোক্কা পেপার কাটিং নামের ওই দুই ফ্যাক্টরিতে সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে। এছাড়া আগুনে পুড়ে নষ্ট হয়েছে ফ্যাক্টরি দুটির ইনজেকশন মডিং মেশিন-৪ টা, কাটার মেশিন-১টা, সুতা কাটিং-১টা,মিক্সার মেশিন-১ টা, প্লাস্টিক ববিন, ব্যাটারি চালিত মোটরসাইকেল-১ টা, কুলিং টাওয়ার, পেপার রোল-২০টা, কাটিং রোল-৬০০টা, ভার্জিন রোল-৪টা, ল্যাপটপ, কম্পিউটার, ফ্যান, প্লাস্টিক সিন্থেটিক জাতীয় সামগ্রী ইত্যাদি।
তবে আগুন থেকে প্রায় ১৫ কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ রক্ষা করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।