বৃহত্তর উত্তরা

মানুষ চলাচলের রাস্তায় কেন এই বিপদজনক রান্না?

জাহিদ ইকবাল :

আজ খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও বুকভরা চাপা কষ্ট নিয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
একটি বিয়ের আনন্দের আয়োজন মুহূর্তেই বদলে যেতে পারত এক ভয়াবহ ট্র্যাজেডিতে। জামতলার শেষ মাথায় জমিরদের বাড়ির সামনে আজ সকাল এগারোটার দিকে যে ঘটনাটি ঘটল, তা আমাদের সবার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট! চলন্ত রাস্তার উপরেই চলছিল বিয়ের অনুষ্ঠানের রান্না। আগুনের অতিরিক্ত তাপ সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে সেই পাথর ঢালাই রাস্তাটি বিস্ফোরিত হয়! 💥
একবার ভাবুন! রান্না চলাকালীন যদি এমন একটি বিস্ফোরণ ঘটে, এর পরিণতি কতটা মর্মান্তিক হতে পারত? অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাবুর্চিসহ অন্যান্য মানুষ। কিন্তু আমরা কি এই সামান্য রক্ষা পাওয়ায় সন্তুষ্ট থাকতে পারি? ভাগ্য সহায় ছিল বলেই আজ কোনো প্রাণহানি হয়নি।
🔥 বারবার এমন ঝুঁকি কেন?
এই ঘটনাটি আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা! রাস্তা তৈরি হয়েছে মানুষ ও যান চলাচলের জন্য, কোনো বড় অনুষ্ঠানের রান্নার আয়োজন করার জন্য নয়। সেই রাস্তায় বিপুল আয়োজন করা মানে শুধু নিজেদের বিপদ ডেকে আনা নয়, পুরো এলাকার হাজারো মানুষকে চরম ঝুঁকির মুখে ফেলা।
এর আগেও পশ্চিম পাড়াসহ আমাদের এলাকায় এমন দুর্ঘটনার খবর এসেছে। বারবার এমন ঘটনা ঘটছে, আর আমরা কি শুধু তাকিয়ে দেখব? আর কতজন আহত বা ক্ষতিগ্রস্ত হলে আমাদের হুঁশ ফিরবে?
🙏 আসুন, আমরা এখনই সচেতন হই! 🙏
টাকাবাসী সকল ভাই-বোনের কাছে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির বিনীত অনুরোধ:-
* 🚫 নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। যান চলাচলের রাস্তায় দয়া করে কোনো ধরনের বড় অনুষ্ঠানের রান্না বা কোনো বিপজ্জনক কাজ করবেন না।
* 🚫 আনন্দের আয়োজন যেন বিপদের কারণ না হয়। বিকল্প স্থান বা ব্যক্তিগত পরিসর ব্যবহার করুন।
সময় থাকতে আমাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অন্যের আনন্দের আয়োজন যেন কোনো পরিবারের দীর্ঘশ্বাস না হয়ে ওঠে।
আসুন, এই মুহূর্ত থেকেই আমরা শপথ করি—
মানুষ চলাচলের রাস্তায় আমরা রান্না করব না।
নিজে বিপদ থেকে বাঁচি, অন্যকেও বাঁচাই।
এই পোস্টটি শেয়ার করে সবার মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো একটি ভয়ানক দুর্ঘটনা থেকে বহু মানুষকে এবং একটি পরিবারকে রক্ষা করতে পারে।
বিনীত অনুরোধে,
খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button