বৃহত্তর উত্তরা

মারাত্মক ঝুঁকিপূর্ণ ‘নিকুঞ্জ লা মেরিডিয়ান’ ফুটওভার ব্রিজ

৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীর, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মুক্তমন রিপোর্ট : রাজধানীর খিলক্ষেত-নিকুঞ্জ এলাকার লা মেরিডিয়ান হোটেল সংলগ্ন ফুটওভার ব্রিজটি দীর্ঘ দুই মাস ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় দুই মাস আগে ক্রেনবাহী এক ট্রাকলরির ধাক্কায় ব্রিজটি বেঁকে গিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে বিপজ্জনকভাবে হেলে পড়া এই ব্রিজে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। এই পরিস্থিতিতে শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে’ ‘খিলক্ষেত-নিকুঞ্জের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এলাকাবাসী এক প্রতিবাদী নাগরিক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

নিকুঞ্জ, টানপাড়া, জামতলা, পুরাতন বাজার, সরকার বাড়ি, নামাপাড়া, লেক সিটি এবং খাঁপাড়া এলাকার হাজারো মানুষ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাস শুনে আমরা ক্লান্ত। বর্তমানে ব্রিজটির যে ভয়াবহ অবস্থা, তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর দায়ভার কে নেবে?”

বক্তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন। এই সময়ের মধ্যে ব্রিজের সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, “ঝুঁকিপূর্ণ লা মেরিডিয়ান ফুটওভার ব্রিজের পাশাপাশি খিলক্ষেত বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজটিও এখন ভগ্নদশায়। দুটি ব্রিজই দ্রুত সংস্কার এবং ভবিষ্যতের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন নতুন ব্রিজ নির্মাণের স্থায়ী ব্যবস্থা করতে হবে।” এলাকাবাসীর দাবি—“আর নয় ঝুঁকিতে চলাচল, এবার চাই নিরাপদ ও স্থায়ী সমাধান।”
তাদের এই আন্দোলন প্রমাণ করেছে, সাধারণ মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুত।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—জিয়াউর রহমান, রিশাদ মাহমুদ, রিদওয়ান আলভী, আহমেদ সুলতান, মুকুল হোসেন মৃধা, মোঃ জায়েদুল হক, এ এম আইয়ুব, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন জাহাঙ্গীর, মোঃ জাকির ভূঁইয়া, মোঃ সলিমুল্লাহ, ইমানুল হক, শামস সোহেল, ওয়াহিদুজ্জামান সুমন, নুরুল আমিন মজুমদার, মোঃ সাইফুল ইসলাম ও রহমতউল্লাহ রাহাত প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা ও উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button