বৃহত্তর উত্তরা

রুয়াপ এর কেন্দ্রীয় গ্রন্থাগার উদ্বোধন

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার, ২২ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজাফফর উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বুদ্ধিজীবী ও শিক্ষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শোয়াইব জিবরান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রুয়াপ কেন্দ্রীয় গ্রন্থাগার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব।

উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক ব্লক–এ প্রায় ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাটে হাজারো অধিবাসী বাস করছেন। প্রতিটি ভবনে ৮৪টি ফ্ল্যাট নিয়ে গঠিত এই বৃহৎ কমিউনিটির মানসিক বিকাশ, জ্ঞানচর্চা ও শিশুদের বইপড়ার অভ্যাস গড়ে তোলায় নবউদ্বোধিত কেন্দ্রীয় গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে কবি ও অধ্যাপক ড. শোয়াইব জিবরান গ্রন্থাগারের অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং দীর্ঘদিন ধরে যারা এই উদ্যোগে যুক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান বক্তা অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো লাইব্রেরিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। অক্সফোর্ড বা প্যারিসের ন্যাশনাল লাইব্রেরি তার অনন্য উদাহরণ। লাইব্রেরির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই; বরং বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে লাইব্রেরিকে কেন্দ্র করে। অতীতে যেমন মসজিদের পাশে মক্তব থাকত এবং ধীরে ধীরে তা মাদ্রাসায় রূপ নিয়েছিল তেমনি এখানে একটি স্কুল থাকলে লাইব্রেরিও প্রাণবন্ত থাকবে। লাইব্রেরিকে জীবন্ত রাখতে হলে বাংলা মাধ্যমের একটি স্কুল প্রয়োজন।’

প্রধান অতিথি মোহাম্মদ মুজাফফর উদ্দিন বলেন, ‘এই এলাকায় বহু শিক্ষিত, সৃষ্টিশীল ও সাংস্কৃতিকমনস্ক মানুষ বসবাস করেন। তাই এই লাইব্রেরি সুন্দরভাবে পরিচালিত হবে এবং আগামী প্রজন্মের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের শেষে আহ্বায়ক আকা রেজা গালিব বলেন, ‘গ্রন্থাগারটি সমৃদ্ধ করতে সকলের পরামর্শ ও সহযোগিতা অপরিহার্য। সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, স্থানীয় বইপ্রেমী ও কবি সাহিত্যিকদের উদ্যোগে ২০ নভেম্বর রাজউক ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করে।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, মিসৌরি স্টেট ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক মোহাম্মদ হাসমত আলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব, এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন কবি ও ছড়াকার মোক্তার হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button