বৃহত্তর উত্তরা

১১ মে থেকে উত্তর সিটির ট্যাক্স মেলা

মুক্তমন রিপোর্ট : আগামী ১১ মে ২০২৫ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ট্যাক্স মেলা আয়োজন করা হচ্ছে। যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স প্রদান করতে পারবে ও বিশেষ রেয়াদ সুবিধা পাবে বলে ডিএনসিসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সোমবার ডিএনসিসি’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশাসক মোহাম্মদ এজাজের সূত্রে এ তথ্য শেয়ার করে পোস্ট করা হয়েছে।

এর আগে নাগরিকদের সঙ্গে গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ডিএনসিসির অঞ্চল-৭ এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক এ আয়োজনের কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘এই কর মেলায় ওয়ান স্টপ সেল থাকবে। সেখানে এক দিনেই তাৎক্ষণিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে। ভোগান্তি ছাড়া স্বল্প সময়ে মেলাতে আপনারা হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন।’

নতুন এলাকার এক বাসিন্দা হোল্ডিং ট্যাক্সের বিষয়ে ডিএনসিসি প্রশাসককে প্রশ্ন করেন। জবাবে প্রশাসক বলেন, ‘সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে আইন রয়েছে। সেই আইন ভঙ্গ করে কয়েক বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফের এখতিয়ার আমাদের নেই। এটা করলে আইন ভঙ্গ হবে এবং এর জন্য ভবিষ্যতে আমরা বিপদে পড়বো। পরবর্তীতে যিনি দায়িত্বে আসবেন তখন আবার পূর্বের সব বছরের হোল্ডিং ট্যাক্স আদায় করতে বাধ্য হবেন। এতে আপনারাই ঝামেলায় পড়বেন। তাই আপনারা নিয়ম অনুযায়ী প্রতি বছর হোল্ডিং ট্যাক্স দেবেন। তবে আমাদের কাছে রিবেটের (কর ছাড়) সুযোগ রয়েছে। রিবেটের জন্য আবেদন করবেন, আমরা এখতিয়ার অনুযায়ী সর্বোচ্চটা পাশ করে দেব। এতে আপনাদের হোল্ডিং ট্যাক্সের পরিমাণ অনেক কমে যাবে। এতে আইন অনুযায়ী একটি সুন্দর সমাধান হবে।’

উল্লেখ্য, নাগরিক সেবা না পেয়েও শুধুমাত্র ঘোষণা কেন্দ্রিক কারনে বাসিন্দারা হোল্ডিং ট্যাক্স দেয়ার বিষয়ে অনিহা দেখাচ্ছেন। এরই মধ্যে স্থানীয় সাম্ভাব্য জনপ্রতিনিধিদের নিয়ে এলাকার বাসিন্দারা বিশেষ করে উত্তরখান, দক্ষিণখান তুরাগ ও খিলক্ষেত এলাকার বাসিন্দারা আলাদা করে কর মওকুফের আবেদন করার প্রক্রিয়ায় রয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আন্দোলনের ঘোষণাও রয়েছে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button