মত প্রকাশ

কুরবানীর কিছু বর্জ্য নিয়ে ফটো সেশন করে : এটা বন্ধ করুন

Nafisa Kamal Kona
বেশ কয়েক বছর ধরে দেখছি ঈদুল আযহার সময় স্থানীয় গৃহস্থলীর বর্জ্য সংগ্রহকারী পরিচ্ছন্ন কর্মীদের রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত যারা আছে তারা ঈদুল আযহার বর্জ্য সংগ্রহে সহায়তা করে থাকে।

তারা মূলত খুব সকালে বের হয় কিছু কিছু এলাকা থেকে বা মেইনরোড হতে কুরবানীর কিছু বর্জ্য নিয়ে যেয়ে এস টি এসে ফটো সেশন করে। ফটোশুট করে যাতে তারা সিটি কর্পোরেশনকে বোঝাতে পারে তারা ঈদুল আযহার বর্জ্য সংগ্রহে তাদের সহায়তা করেছে মূলত এতে স্থানীয় পরিচ্ছন্ন কর্মীদের তেমন কোনো সহায়তা হয় না।

কারণ মূল ঈদুল আযহার বর্জ্য গুলো বের হয় বারোটার পর বা বিকালের দিকে তখন স্থানীয় গৃহস্থলীর বর্জ্য সংগ্রহকারী পরিচ্ছন্ন কর্মীদের এলাকা পরিষ্কার করতে বেগ পেতে হয় এবং খুব কষ্ট করে পরিষ্কারকার্য সম্পাদন করে। তাই ঈদুল আযহার বর্জ্য পরিষ্কার কার্যক্রম পরিচালনা কমিটিদের বলবেন দুপুর ১২ টার পর থেকে কোরবানির বর্জ্য পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে। কমিটি যেন সিটি কর্পোরেশন কে দেখানোর জন্য সকাল সকাল ফটো সেশনের কাজে নিয়োজিত না হয়ে কোরবানির বর্জ্য সংগ্রহ কাজে নিয়োজিত থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। পরিছন্নতা কার্যক্রম যতদ্রুত শেষ হবে এতে করে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের পরিবারের সাথে ঈদ উপভোগ করতে পারবে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ***এসটিএস খুব দ্রুত পরিষ্কার করে ফেলা কারণ কোরবানির বর্জ্য এসটিএসে বেশিক্ষণ পড়ে থাকলে এক ধরনের গ্যাস তৈরি হয় যার ফলে প্রত্যেক ঈদুল আযহার পর এস টি এস এর কাজে নিয়োজিত কর্মী ও গৃহস্থলীর বর্জ্য সংগ্রহকারী কর্মীরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাই এস টি এস কে খুব দ্রুত পরিষ্কারের দিকে গুরুত্বপূর্ণ নজর রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button