জাতীয়

গোপালগঞ্জে চলছে তুমুল সংঘর্ষ; ১৪৪ ধারা জারি

মোহাম্মদ জুবায়ের আলমঃ গোপালগঞ্জে আজ সকাল থেকে চলছে তুমুল সংঘর্ষ। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব ও নেতৃত্বের প্রশ্নে উত্তেজনা বাড়ছিল। আজ তা চরম আকার ধারণ করে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, পুলিশ ও র‌্যাব যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ সদর, নগর চৌরাস্তা, শেখ মুজিব সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায়। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা, আতঙ্কে জনসাধারণ ঘর থেকে বের হচ্ছেন না।

গোপালগঞ্জের জেলা প্রশাসক এক জরুরি ব্রিফিংয়ে জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দিতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।”

প্রসঙ্গত, শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ সৃষ্টি করে আন্দোলনরত পক্ষ দাবি জানাচ্ছে বিচার ও গ্রেপ্তারের। অপরদিকে, প্রতিপক্ষ অভিযোগ করছে রাজনৈতিক প্রতিহিংসার।

পরিস্থিতির আরও অবনতি হলে মোবাইল ইন্টারনেট ও যোগাযোগ মাধ্যমেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button