রাজনীতি

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন

মুক্তমন রিপোর্ট:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ তুলে মোহাম্মদ মনির হোসেন খান নামের একজন বিএনপির কর্মী সংবাদ সম্মেলন করেছেন।
উত্তরার একটি পার্টি সেন্টারে সোমবার (১৪ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
মনির হোসেন বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে ঢাকা মহানগর উত্তরের ক্যান্টনমেন্ট এলাকায় বিএনপির রাজনীতি করি। কিন্তু আমাকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামীলীগের অর্থদাতা সাজিয়ে মামলার আসামী করা হয়েছে। রাজধানীর রামপুরা ও মোহাম্মদপুর থানায় দুটি মামলা করা হয়েছে। অথচ মামলার বাদীরা আমাকে চিনেন না, আর আমিও তাদেরকে চিনি না।’
তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং হয়রানি করার উদ্দেশ্যে একটি চক্র এই মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি এসব মামলায় আমাকে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে সাজিয়ে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানাধীন বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন। তিনি বলেন, ‘অভিযোগকারী দীর্ঘদিন আমাদের দলের রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা তাকে চিনি, জানি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা দিয়ে তাকে হয়রানি করছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button