ওসি মোমিনুল ইসলামের নেতৃত্বে নবাবগঞ্জে সফল মাদকবিরোধী অভিযান: ১৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদ জুবায়ের আলমঃ ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ আবারও প্রমাণ করলো—সাহসিকতা, সততা আর দক্ষতার সমন্বয়ে গঠিত নেতৃত্ব থাকলে সমাজ থেকে মাদক নির্মূল অসম্ভব নয়। দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ থানা এলাকায় মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে পুলিশ, যার নেতৃত্বে আছেন চৌকস ও দায়িত্বশীল অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম।
গত ১৫ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বান্দুরা ইউনিয়নের মৌলভীডাঙ্গি গ্রামে অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী সুজু ও তার স্ত্রীসহ মোট চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ১,৭০০ পিস ইয়াবা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারা বর্তমানে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মোমিনুল ইসলাম বলেন,
“মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই অভিশাপকে রুখতেই আমরা দিনরাত পরিশ্রম করছি। নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই—এই ধরণের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার।”
অতীত থেকে বর্তমান—ওসি মোমিনুল ইসলামের সাহসিক নেতৃত্ব
ওসি মোমিনুল ইসলাম একজন সৎ, নির্ভীক ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে সারা জেলাজুড়ে সুপরিচিত। নবাবগঞ্জ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মাদক, জুয়া, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার নেতৃত্বে নবাবগঞ্জ থানা একটি “ক্রাইম ফ্রি থানা” হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে।
চাকরিজীবনের শুরু থেকে এখন পর্যন্ত যেসব থানায় তিনি কর্মরত ছিলেন, সেখানেই তার কর্মদক্ষতা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে। মাদকবিরোধী কঠোর অবস্থান, অপরাধ নির্মূলে নিয়মিত টহল, জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তিতে তিনি পুলিশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
নবাবগঞ্জবাসী মনে করেন, বর্তমান ওসির নেতৃত্বেই সম্ভব এ থানাকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকায় পরিণত করা। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা পুলিশ প্রশাসনের এমন সাহসী ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেছেন—“মোমিনুল ইসলাম শুধু একজন পুলিশ অফিসার নন, তিনি এই এলাকার জন্য আশীর্বাদ।”