যা ঘটছে তার একটা একাডেমিক ব্যাখ্যা

সুমন রহমান:
যা ঘটছে তার একটা একাডেমিক ব্যাখ্যা:
গ্রামশি বিপ্লবোত্তর পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে Interregnum নামক একটি টার্ম ব্যবহার করেন। তার ভাষায় The Old is dying and the New cannot be born: in this interregnum a great variety of morbid systems appear”.
ইন্টারেগনাম মানে দুই সরকারের মধ্যকার ইন্টেরিম সরকারব্যবস্থা। এই ব্যবস্থার মূল লক্ষণই ক্যাওস, কনফিউশন, ইনস্ট্যাবিলিটি আর প্রতিক্রিয়াশীলতা — মব কালচার যার ডিসপ্লে।
আলা বাদিয়ূঁ বলছেন, বিপ্লব হল একটা ট্রুথ-ইভেন্ট; ঐতিহাসিক সিলসিলার মধ্যে একটা বিশাল ফাটল, ফলে বিদ্যমান কাঠামো তাকে ধারণ করতে পারে না।
জিজেক বলছেন বিপ্লবোত্তর পরিস্থিতিতে লিবারেল ডেমোক্রেসি অসম্ভব, কারণ লিবারেল ডেমোক্রেসি র্যাডিক্যাল এনার্জি হজম করতে পারে না।
আজকে জুলাই-উত্তর বাংলাদেশে যে ডিসটোপিক অবস্থার উদ্ভব হয়েছে, ইতিহাসে তা নতুন নয়। ফরাসী বিপ্লবের পরেও বিপ্লবীদের অনেকের ভাগ্যে এমনটা ঘটেছিল।Thermidor এমন একটা পরিস্থিতির নাম যেখানে তরুণ বিপ্লবীদের হটিয়ে প্রতিবিপ্লবী কিংবা রক্ষণশীলেরা ক্ষমতা দখল করে।
থারমিডর হচ্ছে এমন একটা অবস্থা, যখন বিপ্লব তার আপন সন্তানদের খেয়ে ফেলে। বিপ্লবের ভ্যাকুয়ামে একটা নব্য এলিট শ্রেণীর উদ্ভব হয়, তারাই ক্ষমতা এনজয় করে এবং তারা আগের রেজিম থেকে কোনো অংশেই কম রিপ্রেসিভ নয়।
আলামত তো সবই মিলে যাচ্ছে! শেষটাও মিলে যাবে নাকি?এই অনিবার্য ভবিতব্য এড়ানোর মত কোনো অপশন কি অবশিষ্ঠ আছে? ক্রমাগত অবিশ্বাস ও সন্দেহগ্রস্ত দল ও কৌমবিভক্ত বিপ্লবী এবং ছায়াবিপ্লবীদের মধ্যে কি ফ্যাসিবাদ আমলের নিরংকুশ এবং আনক্রিটিক্যাল ঐক্য ফিরিয়ে আনা সম্ভব?
দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড!